১ম লেগে MOHAMED SALAH এর দল মিশর ১-০ গোলে এগিয়ে থাকলে ও ২য় লেগে এসে মিশর শুরুতেই গোল হজম করে ৩ মিনিটে , সেনেগালের পক্ষে গোলটি করে Boulaye Dia । দুই দলের খেলোয়াড়রা অনেক সুযোগ পেলেও কাজে লাগাতে পারে নি তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ও গোল না হলে অবশেষে পেনাল্টিতে সেনেগাল মিশরকে ৩-১ গোলে হারিয়ে আফ্রিকা অঞ্চল থেকে ২য় দল হিসেবে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। ফলে ২০২২ সালে সালাহ এর বিশ্বকাপ খেলার স্বপ্ন এখানেই শেষ হয়।
এর আগে William EKONG নাইজেরিয়া এবং Thomas PARTEY ঘানা এর পক্ষে গোল করে ১-১ গোলে ৯০ মিনিটের খেলা সম্পন্ন করে। Away গোলে ঘানা এগিয়ে থাকায় তাঁরা এই অঞ্চলে ১ম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে। একেইভাবে তিউনিশিয়া মালির বিপক্ষে জয় পায় ১ম লেগে করা ১ গোলের সুবিধা নিয়ে, ২য় লেগে কোন দল গোল করতে পারে নি।
আলজেরিয়া – ক্যামেরুন ম্যাচটি সরলদোলকের মত দুলতে থাকে, ১ম ম্যাচে আলজেরিয়া ০-১ এ এগিয়ে থাকলেও ২য় লেগের ২২ মিনিটে ক্যামেরুনের Choupo-Moting গোল করে ০-১ এ এগিয়ে যায়। ৯০ মিনিট ধরে খেলার পর কোন ফলাফল না আসায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায় আর এখানেই সব নাটকীয়তা। অতিরিক্ত সময়ের ২য় অর্ধ্বের ১১৮ মিনিটে আলজেরিয়া ১ গোল করলে তাঁরা মোটামুটি নিশ্চিত হয়ে যায় তারাই যাচ্ছে এবারের বিশ্বকাপে কিন্তু ২য় অর্ধ্বের খেলা শেষ হওয়ার অতিরিক্ত ৪ মিনিট সময়ে অর্থাৎ ১২৪ মিনিটে ক্যামেরুন গোল করে তাঁদের বিশ্বকাপ সুনিশ্চিত করে। উল্লেখ্য ক্যামেরুন away গোলে এগিয়ে থাকায় জয়লাভ করে।
এদিকে মরক্কো ও কংগো ১ম লেগে ১-১ গোলে সমতায় থাকলে ও দ্বিতীয় লেগে ৪-১ গোলের বিশাল ব্যবধানের জয় পায় মরক্কো।
এরই সাথে আফ্রিকার ৫ সেরা দল সেনেগাল, ঘানা, তিউনিশিয়া, ক্যামেরুন ও মরক্কো বিশ্বকাপের এবারের মঞ্চে একসাথে কোয়ালিফাই করল।
অন্য অঞ্চলগুলোর মধ্যে মূলপর্বে জায়গা করে নেওয়া দলগুলো হলঃ
এশিয়াঃ ইরান, জাপান, উত্তর কোরিয়া, সৌদি আরব
সাউথ আমেরিকাঃ আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে
ইউরোপঃ বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানী, নেদারল্যান্ড, সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল
আজ ভাগ্য নির্ধারিত হবে নর্থ এন্ড সেন্ট্রাল আমেরিকা এন্ড ক্যারিবিয়ান অঞ্চলের দলগুলোর।
এর মধ্য দিয়ে ২৯টি দল বিশ্বকাপের মূলপর্বে প্রবেশ করবে। ইউরোপের ১ টি দল ও ২ টি প্লে অফ ম্যাচ মোট ৩ টি ম্যচের ভাগ্য নির্ধারিত হবে চলতি বছরের জুন মাসে। আগামীকাল ৩১ শে মার্চ ২০২২ ফিফা এর নতুন র্যাংকিং প্রকাশ হবে আর সেই র্যাংকিং এর উপর ভিত্তি করে আগামী ১লা এপ্রিল ২০২২ দোহায় অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপের ফাইনাল ড্র আর সেইদিনই নির্ধারিত হয়ে যাবে এবারের বিশ্বকাপে কোন গ্রুপে কোন কোন দল খেলবে।
Great work!
Thanks and keep visiting the site
I used to be very happy to search out this internet-site.I wanted to thanks for your time for this wonderful learn!! I positively enjoying every little bit of it and I have you bookmarked to check out new stuff you blog post.