এশিয়া অঞ্চলঃ
১। জাপান বনাম ভিয়েতনাম – সময় ( বিকেল ৪ঃ৩৫)
২। ইরান বনাম লেবানন- সময় ( সন্ধ্যা সাড়ে ৫টা)
৩। আরব আমিরাত বনাম দক্ষিণ কোরিয়া- সময় ( সন্ধ্যা ৭ঃ৪৫)
৪। সিরিয়া বনাম ইরাক – সময় ( সন্ধ্যা ৭ঃ৪৫)
৫। ওমান বনাম চীন- সময় ( রাত ১০ টা)
৬। সৌদি আরব বনাম অস্ট্রেলিয়া – সময় ( রাত ১২ টা)
আফ্রিকা অঞ্চলঃ
১। নাইজেরিয়া বনাম ঘানা – সময় ( রাত ১১ টা)
২। সেনেগাল বনাম মিশর- সময় ( রাত ১১ টা)
৩। আলজেরিয়া বনাম ক্যামেরুন- সময় ( রাত ১ টা ৩০ মিনিট)
৪। মরক্কো বনাম কংগো – সময় ( রাত ১ টা ৩০ মিনিট)
৫। তিউনিশিয়া বনাম মালি- সময় ( রাত ১ টা ৩০ মিনিট)
ইউরোপ অঞ্চলঃ
১। পর্তুগাল বনাম নর্থ মেসেডোনিয়া – সময় ( রাত পৌনে ১টা)
২। পোল্যান্ড বনাম সুইডেন- সময় ( রাত পৌনে ১টা)
এশিয়া অঞ্চল থেকে ইতোমধ্যে ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান ও সৌদি আরব বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, এবং অস্ট্রেলিয়া দল ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ খেলার জন্য নির্বাচিত হয়েছে ।
আফ্রিকা অঞ্চল থেকে এখনো কোন দল বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করতে পারে নি, আজকেই জানা যাবে কোন ৫ দল মূলপর্বে খেলবে।
ইউরোপ অঞ্চল থেকে মোট ১৩ টি দলের মধ্যে ইতোমধ্যে ১০ টি দল বিশ্বকাপের মুলপর্ব নিশ্চিত করলেও বাকি রয়েছে আর ৩ টি দল যার মধ্যে আজ ২ টি দলের ভাগ্য নির্ধারিত হবে এবং বাকি ১ টি দল কারা তা জানতে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত।
৩০শে মার্চ ২০২২ তারিখের মধ্যে ৩২ টি দলের মধ্যে ২৯ টি দল মূলপর্বে জায়গা করে নিবে আর বাকি ৩ টি দল কারা তা জুনের আগে জানা যাবে না। তবে ঐ বাকি ৩টি দলকে ছাড়াই এবারের বিশ্বকাপের ফাইনাল ড্র কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত ১০টায় আগামী ১লা এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেখানে জানা যাবে কোন দল কোন গ্রুপে খেলবে।
My spouse and I stumbled over here coming from a different page and thought I may as well check things out. I like what I see so now i am following you. Look forward to looking over your web page again.
I respect your piece of work, thanks for all the useful blog posts.