
এশিয়া অঞ্চলঃ
১। জাপান বনাম ভিয়েতনাম – সময় ( বিকেল ৪ঃ৩৫)
২। ইরান বনাম লেবানন- সময় ( সন্ধ্যা সাড়ে ৫টা)
৩। আরব আমিরাত বনাম দক্ষিণ কোরিয়া- সময় ( সন্ধ্যা ৭ঃ৪৫)
৪। সিরিয়া বনাম ইরাক – সময় ( সন্ধ্যা ৭ঃ৪৫)
৫। ওমান বনাম চীন- সময় ( রাত ১০ টা)
৬। সৌদি আরব বনাম অস্ট্রেলিয়া – সময় ( রাত ১২ টা)
আফ্রিকা অঞ্চলঃ
১। নাইজেরিয়া বনাম ঘানা – সময় ( রাত ১১ টা)
২। সেনেগাল বনাম মিশর- সময় ( রাত ১১ টা)
৩। আলজেরিয়া বনাম ক্যামেরুন- সময় ( রাত ১ টা ৩০ মিনিট)
৪। মরক্কো বনাম কংগো – সময় ( রাত ১ টা ৩০ মিনিট)
৫। তিউনিশিয়া বনাম মালি- সময় ( রাত ১ টা ৩০ মিনিট)
ইউরোপ অঞ্চলঃ
১। পর্তুগাল বনাম নর্থ মেসেডোনিয়া – সময় ( রাত পৌনে ১টা)
২। পোল্যান্ড বনাম সুইডেন- সময় ( রাত পৌনে ১টা)
এশিয়া অঞ্চল থেকে ইতোমধ্যে ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান ও সৌদি আরব বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, এবং অস্ট্রেলিয়া দল ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ খেলার জন্য নির্বাচিত হয়েছে ।
আফ্রিকা অঞ্চল থেকে এখনো কোন দল বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করতে পারে নি, আজকেই জানা যাবে কোন ৫ দল মূলপর্বে খেলবে।
ইউরোপ অঞ্চল থেকে মোট ১৩ টি দলের মধ্যে ইতোমধ্যে ১০ টি দল বিশ্বকাপের মুলপর্ব নিশ্চিত করলেও বাকি রয়েছে আর ৩ টি দল যার মধ্যে আজ ২ টি দলের ভাগ্য নির্ধারিত হবে এবং বাকি ১ টি দল কারা তা জানতে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত।
৩০শে মার্চ ২০২২ তারিখের মধ্যে ৩২ টি দলের মধ্যে ২৯ টি দল মূলপর্বে জায়গা করে নিবে আর বাকি ৩ টি দল কারা তা জুনের আগে জানা যাবে না। তবে ঐ বাকি ৩টি দলকে ছাড়াই এবারের বিশ্বকাপের ফাইনাল ড্র কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত ১০টায় আগামী ১লা এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেখানে জানা যাবে কোন দল কোন গ্রুপে খেলবে।
