এবারের ঢাকা প্রিমিয়ার লীগটা অসাধারণ কেটেছে এনামুল হক বিজয়ের। ২০১৫ সালের বিশ্বকাপে ইনজুরি এর পর বিজয় অনেক বার দলে অন্তর্ভুক্ত হলেও খারাপ পারফর্ম্যান্সের কারণে এক পর্যায়ে বাদ পড়েছেন দল থেকে। অনেক দিন পর ডিপিএল এর অনবদ্য পারফর্ম্যান্স ঈর মাধ্যমে বিজয় জাতীয় দলে ফিরছেন বলে গুঞ্জন উঠেছে।
এর মধ্যে বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ ট্যুর ও চূড়ান্ত হয়েছে যা ১৬ই জুন টেস্ট ম্যাচ দিয়ে মাঠে গড়াবে। ৪ টি আলাদা মাঠে বাংলাদেশ ওয়ানডে, টেস্ট ও টি২০ ৩টি ফরম্যাটেই খেলবে।
১ম টেস্ট- ১৬ জুন থেকে ২০ জুন ২০২২
২য় টেস্ট- ২০ জুন থেকে ২৪ জুন ২০২২
১ম টি২০- ২রা জুলাই ২০২২
২য় টি২০- ৩রা জুলাই ২০২২
৩য় টি২০- ৬ই জুলাই ২০২২
১ম ওয়ানডে- ১০ই জুলাই ২০২২
২য় ওয়ানডে- ১৩ই জুলাই ২০২২
৩য় ওয়ানডে- ১৬ই জুলাই ২০২২
এক মৌসুমে ডিপিএল সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক এনামুল হক বিজয়। বিসিবি চুড়ান্ত দল ঘোষণার পর চুড়ান্তভাবে জানা যাবে বিজয়ের দলে অন্তর্ভুক্তি এর ব্যাপারটি। ১৫ তে মে থেকে শ্রীলংকার সাথে টেস্ট সিরিজ শুরু বাংলাদেশের এবং এর পরপরই তাঁদের রওনা দিতে হবে ওয়েস্টইন্ডিজের উদ্দেশ্যে।