ফিফা বলছে ২০২২ বিশ্বকাপে মেসির দল আর্জেন্টিনা সবচেয়ে ফেভারিট

ফুটবলের অন্যতম ফেভারিট সবচেয়ে ব্যালন ডি অর বিজেতা মেসি এর জাতীয় দল আর্জেন্টিনা। গতকাল ২৮ এপ্রিল ছিল কাতার বিশ্বকাপের টিকেট বুকিং এর শেষদিন। আজ ফিফা ঘোষণা করেছে সাড়ে ২৩ মিলিয়ন লোক বিশ্বকাপ টিকেটের জন্য অনুরোধ করেছে যার মধ্যে ফাইনাল ম্যাচ, ইংল্যান্ড বনাম আমেরিকা এর ম্যাচ এবং আর্জেন্টিনা এর সব গ্রুপ ম্যচগুলোর জন্য চাহিদা অনেক বেশি। এর কারণ একেবারে পরিষ্কার- মেসি তাঁর ফুটবল ক্যারিয়ারে যে পরিমাণ মানুষকে মুগ্ধ করেছে তা সীমাহীন, অনেকেই মনে করেন এই খেলোয়াড়ের জীবনে একটায় পাওনা বাকি আর তা হল বিশ্বকাপ। এই ফুটবল জাদুকর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে ২০১৪ সালে তাঁর দলকে প্রায় ২ যুগেরও বেশি সময় পর ফাইনালে খেলার গৌরব এনে দিয়েছিলেন। ফাইনালে আর্জেন্টিনা হারলেও সেই ট্যুর্ণামেন্টে তিনি ৪ গোল করেছিলেন এবং গোল্ডেন বলের পুরস্কার পেয়েছিলেন। ফাইনালে ১ গোলে হারলেও আর্জেন্টিনা এর সামনে সবচেয়ে বড় বাঁধা ছিল সেমিফাইনাল, সেই খেলাটি ছিল নেদারল্যাণ্ডস এর বিপক্ষে। অনেক শ্বাসরুদ্ধকর ম্যাচে অবশেষে পেনাল্টিতে ৪-২ গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। তাঁর শুভাকাঙ্ক্ষীরা সবাই মনে করেন তাঁর এই শেষ বিশ্বকাপে তিনি অধরা বিশ্বকাপটি নিজের করে নিবেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এতো মানুষের চাওয়া সত্যিতে রূপান্তরিত হয় কিনা। শুভ কামনা রইল LM10

Leave a Comment

Scroll to Top