চলুন দেখে আসি কোন দল বিশ্বকাপ জিতবে এবার।
গ্রুপ পর্ব থেকে কোন কোন দল বিশ্বকাপের ২য় রাউণ্ডে খেলার সম্ভাবনা আছে চলুন তা দেখে নেওয়া যাক।
গ্রুপ-এ
গ্রুপ এ -(নেদারল্যাণ্ডস এবং ইকুয়েডর)
গ্রুপ-বি-(ইংল্যাণ্ড এবং ইরান)
গ্রুপ-সি-(আর্জেন্টিনা এবং মেক্সিকো)
গ্রুপ-ডি-(ফ্রান্স এবং ডেনমার্ক)
গ্রুপ-ই-(স্পেন এবং জার্মানী)
গ্রুপ-এফ-(বেলজিয়াম এবং ক্রোয়েশিয়া)
গ্রুপ-জি-(ব্রাজিল এবং সুইজারল্যাণ্ড)
গ্রুপ-এইচ-(পর্তুগাল ও উরুগুয়ে)
প্রতিটা গ্রুপের প্রথম দলটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং পরের দলটিকে আমরা রানার্স আপ বিবেচনা করি।
সে হিসেবে ২য় রাউণ্ড থেকে কোয়ার্টার ফাইনালে যাবে যে ৮ টি দল তাঁরা হলঃ
ইরান, আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, ইংল্যাণ্ড, ফ্রান্স, বেলজিয়াম এবং সুইজারল্যাণ্ড
যদি এই ৮ দল কোয়ালিফাই করে তাহলে এদের মধ্যে লড়াই হবে নিম্নরূপঃ
১। ইরান বনাম আর্জেন্টিনা
২। স্পেন বনাম ব্রাজিল
৩। ইংল্যান্ড বনাম ফ্রান্স
৪। বেলজিয়াম বনাম সুইজারল্যান্ড
এই ৮ টি দলের মধ্যে যে ৪ দল বিজেতার বেশে সেমিফাইনালে উঠতে পারে তাঁরা হলঃ
আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এবং বেলজিয়াম
সেমিফাইনালে আর্জেন্টিনা এবংব্রাজিল তাঁর সাথে সাথে ফ্রান্স এবং বেলজিয়াম মুখোমুখি হতে পারে।
মূলত এই ৪ দলের মধ্যে যে কেউ হয়ত এবারের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে।
চলুন দেখে নিই এই ৪ দলের মধ্যে কোন দলের সম্ভাবনা কতোটুকু?
আর্জেন্টিনা বনাম ব্রাজিল- যেকেউ জিততে পারে এই ম্যাচ। তবে ব্রাজিলের সম্ভাবনা একটু বেশি কারণ তাঁদের দলটি সবক্ষেত্রে যথাযথ এখন।
ফ্রান্স বনাম বেলজিয়াম- এই খেলায় দুইটি দলই খুব শক্তিশালী। তবে ইউরোপীয়ান ধারার ফুটবলে ফ্রান্স অনেক ভালো খেলছে তাই ধরে নেওয়া যাক ফ্রান্স জয়ী এই ম্যাচে
এর অর্থ দাঁড়ায় এবারের বিশ্বকাপ ফাইনাল হয়তবা হবে ফ্রান্স এবং ব্রাজিলের মধ্যে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানান, কে নিবে এবারের বিশ্বকাপ যদি এই দুই দল ফাইনাল খেলে?
you are really a good webmaster. The web site loading speed is amazing. It seems that you are doing any unique trick. In addition, The contents are masterpiece. you have done a magnificent job on this topic!
Only a smiling visitant here to share the love (:, btw outstanding style and design.