অনীহা নাকি ভয়,আর্জেন্টিনা কেন খেলতে চাই না?

ফুটবল মানেই উন্মাদনা। আর সেটা দ্বিগুণ হয়ে যায় যখন দল দুটি লাতিন আমেরিকার অপরাজেয় শক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা এর মধ্যে অনুষ্ঠিত হয়। এই বছর অন্তত ২ বার ব্রাজিল-আর্জেন্টিনা খেলা হওয়ার কথা রয়েছে। একটি হল ১১ জুন, অন্যটি ২২ সেপ্টেম্বর। ব্রাজিলের সাওপাওলোতে বাছাইপর্বের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা পণ্ড হয়ে যায় এবং ২২ সেপ্টেম্বর নতুন তারিখ ঠিক করা হয়। 

সকল ব্রাজিল সমর্থকদের দাবি আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলতে ভয় পায়। আসলে ব্যাপারটা এমন নয়। জুনের ১ তারিখ লন্ডনে ইউরোপ-আমেরিকা এর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইতালী-আর্জেন্টিনা মুখোমুখি হবে। আর জুনের ১১ তারিখ ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচটি হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এ। আর্জেন্টিনার কোচ স্কলানি বলেন, লন্ডন থেকে অস্ট্রেলিয়া দীর্ঘ ভ্রমণ ক্লান্তি আর খেলোয়াড়দের টানা খেলার মধ্যে থাকতে হবে যা স্কালোনি চাইছেন না। তবে এই মাঠে রয়েছে মেসি ও আর্জেন্টিনার সুখস্মৃতি, ২০১৭ সালে মেসির ১ মাত্র গোলে ১-০ তে জয়লাভ করে আর্জেন্টিনা। ২২ সেপ্টেম্বরের ম্যাচে আর্জেন্টিনার খেলতে না চাওয়ার  কারণ এখনো জানা যায় নি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Lean Blog by Crimson Themes.