পুরো বিশ্বজুড়ে ফুটবল কতটা জনপ্রিয়তা অর্জন করেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বের ১নং জনপ্রিয় খেলা হল ফুটবল। প্রতি ৪ বছর পর পর ফুটবলের বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। এবারের ২৫ তম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এশিয়ার দেশ কাতার এ। আগামী ২১শে নভেম্বর ২০২২ থেকে শুরু হওয়া এই ট্যুর্ণামেন্টের ফাইনাল ড্র অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০ টায়। চলুন জেনে নিই কিভাবে ফাইনাল ড্র অনুষ্ঠিত হয় এবং কোন দল কোন গ্রুপে খেলবে তা সুনির্দিষ্ট করা হয়।
১। Slot Allocation
বিশ্বকাপের জন্য সকল দেশগুলোকে ৬ টি অঞ্চলে ভাগ করা হয়েছে । কোন অঞ্চল থেকে কয়টি করে দল মূলপর্বে খেলার সুযোগ পাবে তাও নির্দিষ্ট করে দেওয়া আছে।
অঞ্চল | বাছাইকৃত দলের সংখ্যা |
এশিয়া | ৪/৫ |
আফ্রিকা | ৫ |
নর্থ এন্ড সেন্ট্রাল আমেরিকা এন্ড ক্যারিবিয়ান | ৩/৪ |
সাউথ আমেরিকা | ৪/৫ |
ওশেনিয়া | ০/১ |
ইউরোপ | ১৩ |
আয়োজক দল | ১ |
নিচের লিংক থেক দেখে নিতে পারেন কোন দলগুলো এবার বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে। বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সম্ভাব্য ৩২ দল |
২। Seeding and Pot Allocation
এই পর্যন্ত ২৯ টি দল বিশ্বকাপের মুলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। দুইটি ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ বিজেতা এবং ইউরোপের প্লে-অফের বাকি থাকা একটি খেলার বিজেতা দল সহ মোট ৩২টি দলকে ড্র এর জন্য ৪টি আলাদা আলাদা পাত্রে রাখা হবে। আজ ৩১ শে মার্চ ২০২২ ফিফা/কোকাকোলা বিশ্ব-র্যাংকিং এর উপর ভিত্তি করে আয়োজক কাতার এবং র্যাংকিং এর শীর্ষে থাকা সাতটি দলকে ১ম পাত্রে রাখা হবে। র্যাংকিং এর ৮ম থেকে ১৫তম দলকে ২য় পাত্রে , ১৬তম থেকে ২৩তম দলকে ৩য় পাত্রে এবং সর্বশেষ ২৪তম দল থেকে ২৮ তম দল ও বাকি ৩ টি খেলার বিজেতা দলকে ৪র্থ পাত্রে রাখা হবে।
৩। Draw Procedure
ক) প্রথমে র্যাংকিং অনুসারে আলাদা করে নেওয়া দলসমূহ এর জন্য ৪টি পাত্রের(POT 1-POT4) মধ্যে ৮ টি করে বল থাকবে এবং প্রতিটা বলে দলগুলোর নাম লেখা থাকবে।
খ) ৩২ টি দলকে A থেকে H পর্যন্ত ৮ টি আলাদা গ্রুপে ভাগ করা হবে। প্রতিটা গ্রুপে ৪ টি করে দল থাকবে। ৮টি গ্রুপকে A থেকে H পর্যন্ত ৮টি আলাদা পাত্রে রাখা হবে। গ্রুপ সিলেকশনের জন্য ৮ টি বল(A থেকে H) এবং গ্রুপের পজিশন সিলেকশনের জন্য ৪টি বল(1 থেকে 4) থাকবে।
গ) র্যাংকিং এর হিসেবে করা ১ম পাত্র থেকেই ড্র শুরু হবে । ১ম পাত্রের সব দলের গ্রুপ নিশ্চিত করার পর ২য় পাত্রে থাকা দলগুলোর ড্র হবে। এভাবে ৪র্থ পাত্র পর্যন্ত চলবে।
ঘ) প্রতিটা পাত্র থেকে যখন একটি করে বল নেওয়া হবে সাথে সাথে ঐ বলে লেখা দলের জন্য ২ টি বল উঠানো হবে যেখানে ১ টি বল নির্দেশ করবে গ্রুপ ও আরেকটি বল নির্দেশ করবে সেই গ্রুপে ঐ দলের পজিশন।
৪। Draw Constraints
ক) ১ম পাত্রে থাকা আয়োজক দেশ কাতার গ্রুপ A এর ১ নং পজিশনে থাকবে।
খ) ১ম পাত্রে থাকা বাকি ৭টি দল B থেকে H গ্রুপে থাকবে।
গ) ফিফার নিয়ম অনুযায়ী, ইউরোপ বাদে একেই গ্রুপে একই বাছাইকৃত অঞ্চলের ১ টার বেশি দল থাকবে না। তবে, একেই গ্রুপে ইউরোপের ২টি এর বেশি দল থাকা যাবে না। যেহেতু ইউরোপের দল বেশি মোট ১৩টি দল সেহেতু ৮ টি গ্রুপের মধ্যে প্রায় ৫টি গ্রুপে ইউরোপের ২টি করে দল থাকবে।
ঘ) ২টি ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ এবং ১টি ইউরোপিয়ান কোয়ালিফাইয়ারের ম্যাচ হওয়ার পর বিজেতা দলের জন্যও একেই নিয়ম প্রযোজ্য হবে।
Loving the info on this internet site, you have done outstanding job on the content.