বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সম্ভাব্য ৩২ দল

ফুটবল বিশ্বকাপ ২০২২ আগামী ২১ শে নভেম্বর ২০২২ তারিখে শুরু হয়ে  ১৮ ই ডিসেম্বর ২০২২ তারিখে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। এরই মধ্যে প্রায় সম্ভাব্য অনেক দলই বিশ্বকাপের জন্য মূল পর্বে জায়গা করে নিয়েছে।  বলে রাখা ভালো, ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালী ২০১৮ ও ২০২২ পরপর দুইবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারে নি।  পুরো ম্যাচ ভালো খেলে ৯২ মিনিটে নর্থ মেসেডোনিয়া থেকে গোল হজম করে এইবারের ইউরো চ্যাম্পিয়ন বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়ে। আসুন এবার দেখে নেই সম্ভাব্য দলগুলো কোন কোন দল।


বাছাইকৃত অঞ্চলদলের সংখ্যামূলপর্বে অংশগ্রহণকারী দল 
এশিয়া৪/৫ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান(সম্ভাব্য), সৌদি আরব(সম্ভাব্য)
আফ্রিকাবিজয়ী দল- কঙ্গো(১) বনাম মরক্কো(১)বিজয়ী দল- ক্যামেরুন(০) বনাম আলজেরিয়া(১)বিজয়ী দল- মালি(০) বনাম তিউনিসিয়া(১)বিজয়ী দল- ঘানা(০) বনাম নাইজেরিয়া(০)বিজয়ী দল- মিশর(১) বনাম সেনেগাল(০)এদের ২য় লেগের খেলার পর পুর্ণাংগ ফল জানা যাবে।
নর্থ এন্ড সেন্ট্রাল আমেরিকা এন্ড ক্যারিবিয়ান৩/৪কানাডা(সম্ভাব্য), যুক্তরাষ্ট্র(সম্ভাব্য),মেক্সিকো(সম্ভাব্য)
সাউথ আমেরিকা৪/৫আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর(সম্ভাব্য), উরুগুয়ে(সম্ভাব্য)
ওশেনিয়া০/১
ইউরোপ১৩বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানী, নেদারল্যান্ড, সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড, পোল্যান্ড(সম্ভাব্য), পর্তুগাল(সম্ভাব্য), ওয়েলস/বিজয়ী দল (স্কটল্যান্ড বনাম ইউক্রেন)
আয়োজক দলকাতার

ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ ১- এশিয়া অঞ্চল থেকে আরব আমিরাত ও অস্ট্রেলিয়া এর মধ্যে বিজয়ী দল বনাম সাউথ আমেরিকা অঞ্চলের ৫ম দল (পেরু-সম্ভাব্য)

ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ ২- নর্থ এন্ড সেন্ট্রাল আমেরিকা এন্ড ক্যারিবিয়ান অঞ্চলের সম্ভাব্য ৪র্থ দল কোস্টারিকা বনাম ওশেনিয়া অঞ্চলের সোলোমন আইল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে বিজয়ী দল

এই দুইটি প্লে অফের বিজয়ী দলগুলো সরাসরি সুযোগ পাবে মূলপর্বে। খেলা দুইটি ২০২২ সালের ১৩ অথবা ১৪ই জুন হওয়ার কথা রয়েছে।  ইউরোপীয় অঞ্চলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে স্থগিত স্কটল্যান্ড-ইউক্রেন ম্যাচটি আগামী মে মাস পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এর পরে এই ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে, এই ম্যাচে জয়ী দলের সাথে ওয়েলস এর ম্যাচ হবে। যারা জিতবে তারাই হবে ইউরোপ থেকে বিশ্বকাপে যাওয়া সর্বশেষ দল। উল্লেখ্য, ফিফা রাশিয়া ও ওয়েলস ম্যাচে ওয়েলসকে জয়ী ঘোষণা করে এবং রাশিয়া ইউক্রেনের সাথে  যুদ্ধে জড়ানোর কারণে সাময়িকভাবে ফিফা থেকে বহিস্কৃত করে।

 ইউরোপের ১৩নং দলটি কে হবে সেটা জানতে জুন পর্যন্ত অপেক্ষা করা লাগলেও ৩০ শে  মার্চের মধ্যে ১৩ টি দলের মধ্যে প্রায় ১২ টি দল মূলপর্বে জায়গা করে নিবে। 

Share

5 thoughts on “বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সম্ভাব্য ৩২ দল

  1. It is perfect time to make some plans for the future and it’s time to be happy. I have read this post and if I could I wish to suggest you few interesting things or advice. Maybe you can write next articles referring to this article. I desire to read even more things about it!

  2. It’s really a great and helpful piece of info. I am glad that you shared this useful info with us. Please keep us informed like this. Thanks for sharing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Lean Blog by Crimson Themes.